স ম্পা দ কী য়

কাজল ঘোষ | মতামত
জানুয়ারী ৪, ২০২৫
স ম্পা দ কী য়

‘তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ’
জীবন আর মৃত্যু প্রায় একই বিষয়। আমি এক মিনিট বাঁচলাম মানে জীবন থেকে এক মিনিট শেষ হয়ে গেল। আমাদের জীবনের অগ্রযাত্রাও তেমনি। এ মানবজাতির স্বপ্ন যেমন,  তেমনি আবার মানবজাতির দুঃখও বটে। আমরা পাই হারানোর মধ্যদিয়েই। তাই হয়তো কবি বলেছেন, ‘তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ।’ 
এবার আমাদের নতুন বছরটি এসেছে অনেক সম্ভাবনা নিয়ে, অনেক আশা জাগিয়ে। আবার পাতায় পাতায় হয়তো অনেক শিশির জমবে, বেদনায় মথিত হবে আকাশ, জাগবে অনেক আনন্দধ্বনি। তার মধ্যদিয়েই পৃথিবী এগোবে। এগোবে, কিন্তু এগোবে আগের চেয়ে কিছুটা উচ্চ স্তরে। হাঁটলে কষ্ট আছে, কিন্তু এর মধ্যে আবার একটা অতিক্রমণও আছে। হাঁটলে কেউ পেছনে যায় না। আমরা গত বছর যতটুকু এগিয়েছি, সামনের বছরও আরেকটু বেশি এগোবো, দুঃখ আর বেদনার মধ্যদিয়ে উচ্চায়ত পৃথিবীর কাছে যাবো- এই তো আমাদের স্বপ্ন। 
উপরের এই কথাগুলো বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ-এর। বরাবরের মতোই তিনি ২০২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়েও আশাবাদী। বিদায়ী বছর ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে যে পরিবর্তন সাধিত হয়েছে তাতে তিনি দেখছেন এক অমিত সম্ভাবনা। 


নতুন বছরের কথা বলতে গিয়ে প্রতিথযশা এই শিক্ষাবিদ আরও লিখেছেন, এই মুহূর্তে আমরা আছি এক অভূতপূর্ব সম্ভাবনার সামনে। ২০২৪-এর সংগ্রাম শুরু হয়েছিল সামান্যকে দিয়ে, কিন্তু শেষ হয়েছিল সর্বজনীনতায়। বাস্তবের সেই বিভক্তির অভিঘাত বর্তমান সরকারকে হয়তো কিছু পরিমাণে বহন করতে হচ্ছে। সে সরকার হয়েছে, আবার হয়ওনি। অন্তত একটি শক্তিমান সরকারের পরিপূর্ণ রূপে সে বিকশিত হতে পারেনি। কয়েকদিন আগে বৈষম্যবিরোধী আন্দোলনের একজন ছাত্রনেতা বলেছেন, এ সরকার অন্তর্বর্তীকালীনও নয়, বিপ্লবীও নয়। কথাটা খুব একটা অমূলক নয়। তবু  যে এই সরকার এতখানি ভারসাম্য ও শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, তার কারণ জনসমর্থন। এই অবিমিশ্র জনসমর্থনকে আমি গণতান্ত্রিক স্বপ্নের উজ্জ্বলতম রূপ বলে মনে করি। যে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে এই জাতি চারপাশ থেকে ঘিরে ধরা যাবতীয় বিপর্যয়ের মুখে অবিচল হয়ে আজ অপেক্ষা করেছে, তা আমাদের মানসিক পরিণতিরই সাক্ষ্য দিচ্ছে। উচ্চতর কিছুকে পাওয়ার জন্য আমাদের হয়তো আরও ক’টা দিন অপেক্ষা করতে হবে। একটা জাতির জীবনের জন্য তা আর ক’দিনই-বা। সেই ফারসি প্রবাদ আমরা যেন না ভুলি: ‘দের আয়াদ দুরস্ত আয়াদ’ দেরিতে এলে ভালো কিছুই আসে।

 

মতামত'র অন্যান্য খবর