স ম্পা দ কী য়

কাজল ঘোষ | রোজনামচা
অক্টোবর ২০, ২০২৪
স ম্পা দ কী য়

এক অভূতপূর্ব পরিস্থিতি। নতুন এক অধ্যায়। ৫ই আগস্ট-পূর্ব বাংলাদেশ আর তার পরবর্তী পথচলা। নানা আলোচনা। ঘটনার নেপথ্যে ঘটনা। কী হবে, কী হচ্ছে? সংস্কার না নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার তালিকায় এর বাইরে আর কী আছে? এমন প্রশ্নও ঘুরে বেড়াচ্ছে সর্বত্র।
লাগামহীন বাজার অস্থির করে তুলেছে। ফখরুদ্দীন জমানায় চাল ডুবিয়েছিল সেই সরকারকে। সেনাসমর্থিত সরকার হয়েও বাজার নিয়ন্ত্রণে তারা ছিলেন গলদঘর্ম। এবারো কী তাই হতে চলেছে?  
রাজনৈতিক দলগুলো দ্বিধাবিভক্ত। বিশেষত বড় রাজনৈতিক দলগুলো। একদিকে সংস্কারের জন্য যৌক্তিক সময় তারপর নির্বাচন অন্যদিকে ন্যূনতম সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৮ মাসের মধ্যে নির্বাচনের একটি সময়সীমা সরকারকে বেঁধে দিয়েছেন। সবশেষ আইন, সংসদ ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন হতে পারে।  
জনপ্রত্যাশার পারদ উঠানামা করছে। চাওয়া একটাই গণতান্ত্রিক বাংলাদেশ। যেখানে থাকবে না বৈষম্য। সেই জন আকাক্সক্ষার লেখাজোখা প্রকাশের নিমিত্তে বাজারে আবারো ‘জনতার চোখ’। নিয়মিত প্রকাশিত এই রাজনৈতিক সাপ্তাহিক কথা বলবে আপনার, আমার, আমাদের।  

 

রোজনামচা'র অন্যান্য খবর