স ম্পা দ কী য়

কাজল ঘোষ | মতামত
ডিসেম্বর ৭, ২০২৪
স ম্পা দ কী য়

ঐক্যে জয়, অনৈক্যে পরাজয়
প্রবাদটির ব্যবহার গ্রিক আমলেই শুরু। ঈশপের গল্পে এর চয়ন। তবে এর ব্যাপকতা ইংরেজদের মধ্যে। তারপর ভারত উপমহাদেশে। এই প্রবাদটি ত্বরিতগতিতে চলে রাজনীতিকদের কথাবার্তায়। ‘ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল’। সহজ বাংলায় ঐক্যে জয়, অনৈক্যে পরাজয়। 
ঘুরে ফিরে রাজনীতির মাঠে এ কথাটিই আলোচনায়। বিশেষত ভারতের সঙ্গে সৃষ্ট উত্তেজনার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দল, ধর্মীয় নেতা ও ছাত্রদের সঙ্গে বসেছেন দেশের বৃহত্তর স্বার্থে। সবশেষ বৈঠকটি ছিল ধর্মীয় নেতাদের সঙ্গে। এই বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেই বলেছেন আমাদের সবার অধিকার সমান।  
ড. ইউনূস বলেন, আমাদের নানামত, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। তিনি বলেন, শপথ গ্রহণের পরে শুনতে আরম্ভ করলাম সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। তখন মনটা খারাপ হয়ে গেল। এর পরপরই ঢাকেশ্বরী মন্দিরে গেলাম। সেখানেও বললাম, আমরা একই পরিবারের সদস্য, সব দাবি-দাওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার- আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার। সেটা এসেছে সংবিধান থেকে। যেটা নাগরিক হিসেবে প্রাপ্য, রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা।
এই বাংলাদেশই আমরা চাই। যেখানে থাকবে না ভেদাভেদ, হানাহানি। দেশের প্রশ্নে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সকলেই লাল সবুজের পতাকা বুকে ধারণ করে এগিয়ে যাবে শান্তি ও সমৃদ্ধির পথে। বিজয়ের মাস ডিসেম্বরে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক চেতনার বাংলাদেশই আমাদের কাম্য।

মতামত'র অন্যান্য খবর