স ম্পা দ কী য়

কাজল ঘোষ | মতামত
এপ্রিল ১২, ২০২৫
স ম্পা দ কী য়

এক অদ্ভুত সময় যাচ্ছে দুনিয়ার। গাজা পরিস্থিতির দিকে তাকালে কারও পক্ষেই কান্না ধরে রাখা সম্ভব নয়। এই যে এত এত সংগঠন মানবাধিকারের কথা বলে উন্নত বিশ্ব মুখে ফেনা তুলে অহরাত্র তারা এখন নিশ্চুপ কেন? বিশ্বের তাবৎ মুসলিম দেশের বড় সংগঠন ওআইসি কী করছে? ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেয়া হচ্ছে ইসরাইলি মারণাস্ত্রে বীভৎস কায়দায়। ছোট্ট শিশুরা যেভাবে আর্তনাদ করছে তা শান্ত আর সুন্দরের কী ধরনের বিপরীত চিত্র তা ভাষায় প্রকাশ সম্ভব নয়। আহ্বান রাখতে চাই, বিশ্ব মানবতা জেগে উঠুক, হত্যা নয়, শান্তি চাই- তার পক্ষেই জয় আসুক। 
নির্বাচন কবে হবে? অন্তর্বর্তী সরকার আর কতোদিন ক্ষমতায় থাকবে? এনসিপি’র এক নেতা বলেছেন, তারা ড. ইউনূসকে ৫ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, জনগণ বলেছে আমাদের পাঁচ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত। বিএনপি’র মধ্যে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও একটি বিশেষ পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। গণতন্ত্রহীনতা থেকে সকলের ভোটাধিকার প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোই এ সরকারের প্রায়োরিটি। 
ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা বলেছেন। যদিও জুলাই ঘোষণা আর কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে সকল রাজনৈতিক দলের একমত হওয়ার তাগিদ জারি রয়েছে। তবে ইনক্লুসিভ ইলেকশন নিয়েও কথা বলাবলি আছে। তা কীভাবে সম্ভব এটি এখনো স্পষ্ট নয়। ৫ই আগস্টের পট পরিবর্তনের মধ্যদিয়ে পরিচালিত বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। দেখার বিষয় নানা বিতর্ক সত্ত্বেও কতো দ্রুত দেশ নির্বাচনী ট্রেনে চলতে শুরু করবে? 
বছর ঘুরে আবারো এলো পহেলা বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমিয় সুধার সঙ্গে কণ্ঠ মিলাতে চাই, বাঙালি সমস্বরে গেয়ে উঠবে এবারো- ‘মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে সুচি হোক ধরা।’

মতামত'র অন্যান্য খবর