স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়?
শিক্ষাবিদ ও কবি রঙ্গলাল সেনের এই লাইনটি স্মর্তব্য। আমরা কেউ-ই স্বাধীনতাহীনতায় বাঁচতে চাই না। বছর যায়, বছর আসে। স্বাধীনতা পূর্ণতা পায়। নতুন মাত্রা এতে যুক্ত হয়। স্বাধীনতা নতুনভাবে আমাদের বাঁচতে শেখায়। বিজয়ের আনন্দে এবারও উদ্বেলিত জাতি।
এবার একটি বিশেষ পরিস্থিতি আমাদের বিজয়ের আনন্দে নতুন পালক যুক্ত করেছে। বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয় জাগিয়েছে। স্বৈরাচারমুক্ত দেশ গড়ার নতুন এক কাঙ্ক্ষিত লক্ষ্যে লাল সবুজের পতাকাকে আরও শানিত এবং মজবুত করেছে। আমাদের বিশ্বাস, সকল কালো মেঘ কেটে গিয়ে শুভ্র শান্তির কপোতে বাংলার আকাশ ছেয়ে যাবে। নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বিজয়ের এই মুহূর্তে আমরা স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। যাদের অগ্নিঝরা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে আমরা একাত্তরে একটি হানাদারমুক্ত দেশ পেয়েছি। যারা এই দেশের জন্য দিয়ে গেছে নিঃস্বার্থ প্রাণ, তাদের আমরা কখনোই ভুলবো না।
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের স্বাধীনতাকে সমুন্নত করতে বড় সুযোগ করে দিয়েছে। দেশকে একটি গণতান্ত্রিক, মুক্ত চিন্তার, প্রগতিশীলতার পথে নেয়ার যে সুযোগ উন্মোচিত হয়েছে, সেই ইতিবাচক পথেই দেশ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।