স ম্পা দ কী য়

কাজল ঘোষ | মতামত
জানুয়ারী ১০, ২০২৬
স ম্পা দ কী য়

সেই কবেকার পড়া। কিন্তু ভুলে যাওয়ার না। কথাটি কানে বাজে। ফি বছর এই লাইনগুলো আওড়াই। খ্যাতনামা হাস্যরসের কারিগর শিবরাম চক্রবর্তীর সেই উক্তিটি পুনরুল্লেখ করছি। বহু বছরের কঠিন পরিশ্রমের পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, ‘নতুন বছর’, ‘নতুন বছর’ বলে খুব হইচই করার কিচ্ছু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, এক বছরের বেশি কিন্তু সে টেকেনি...।
শিবরাম চক্রবর্তীর কথা এক্কেবারেই ঠিক। এক বর্ণও নড়চড় হয় না। তবুও রাজনীতির ঘূর্ণিপাকে এক উন্মাতাল সময় কেটেছে অন্তত বাংলাদেশের। চব্বিশের জুলাই-আগস্ট, তারপর থেকে একের পর এক ঘটনাক্রম। থিতু হওয়ার নাম নেই। বা পরিস্থিতির খামতি নেই। 
 

যে স্বপ্ন আর আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ের পরিবর্তন তার অনেকটাই হিসাব বদলেছে। এসেছে নির্বাচনী জোয়ার। চলতি বছরের ফেব্রুয়ারি সেই কাঙ্ক্ষিত নির্বাচন। তবু কি এই নির্বাচন সকলের অংশগ্রহণ বা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা এ নিয়ে কথাবার্তা চাউর আছে। তবু গণতন্ত্রের জন্য, দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতির জন্য চাই একটি নির্বাচন। যেখানে মানুষ নিরাপদে তার অধিকারের জন্য ভোট দেবে। তার নেতা নির্বাচন করবে। 
নানান দ্বিধা-সন্দেহ। অবশেষে দেশে ফিরেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিপুল সংবর্ধনায় তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের সেই ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর আদলে বলেছেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। দেশের মানুষের মধ্যে নতুন আশার দানা বাঁধছে। 
 

সময়ের সবচেয়ে দুঃখজনক সময়ও অতিবাহিত করতে হচ্ছে দেশের মানুষকে। গণতন্ত্রের ইতিহাসে আপসহীন লৌহময়ী, প্রতিকূল পরিস্থিতিতেও যিনি ছিলেন লক্ষ্যে স্থির, মানবতার নেত্রী বেগম খালেদা জিয়ার চিরপ্রস্থান কাঁদিয়েছে দেশবাসীকে। রাষ্ট্রের সর্বোচ্চ শ্রদ্ধায় সমাহিত হয়েছেন। দেশের গণতন্ত্রের ইতিহাসে তিনি থাকবেন চির অম্লান।    
 

মতামত'র অন্যান্য খবর