ইতিহাসের পাতায় ২০২৪ থাকবে ঘটনাবহুল এক বছর হিসেবে। টানা ষোল বছর ক্ষমতায় থাকা হাসিনা সরকারকে ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যেতে হয়েছে বিদায়ী বছরে। নানা ঘটন-অঘটনের জন্মও হয়েছে এই সময়কালে যা ছিল কল্পনাতীত। আসছে নতুন বছর ২০২৫। এ বছরটিও কাটবে নানা ঘূর্ণাবর্তে। বিশেষত রাজনীতির মাঠ থাকবে উত্তপ্ত। এমনটাই বলছেন জ্যোতিষীরা। বেশ কিছু ঘটনা ঘটবে। প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন নির্বাচন হতে পারে ২০২৫-এর শেষ বা ২০২৬-এর শুরুতে। কিন্তু সুস্পষ্ট কোনো ঘোষণা না থাকায় এ নিয়ে রাজনীতির মাঠে চলছে বিতর্ক। অনেক বিশ্লেষকরাও বলছেন- একটি নির্দিষ্ট রোডম্যাপ জরুরি। তবে বেশ কিছু ইস্যুতে লু-হাওয়া বইবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
একাধিক জ্যোতিষী ‘জনতার চোখ’কে দেয়া তাদের প্রেডিকশনে বলেছেন, ২০২৫ সাল হবে রাজনৈতিক টানাপড়েনের বছর। এবছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত বাড়বে। বিশেষ করে বছর শুরুর ৩ মাস পর থেকে রাজনৈতিক উত্তেজনা অনেকাংশে বৃদ্ধি পাবে।
এমন নানা বাস্তবতার মধ্যেই নতুন বছরে এগিয়ে যাবে বাংলাদেশ। অন্ধকার কেটে আলোর পথে যাত্রা করবে। যত ঘূর্ণিপাকই আসুক বাংলাদেশ ঘুরে দাঁড়াবে- এটাই আমাদের প্রত্যাশা।