হ ত ভা গা র চি ঠি ২৪

সুযোগ নিতে পারেন আপা

শামীমুল হক | মতামত
জুলাই ১৯, ২০২৫
সুযোগ নিতে পারেন আপা

হাসু আপা, আপনাকে সালাম জানিয়ে আজ শুরু করছি। জানি মন ভালো নেই। আর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না- এটা সবাই জানে। কথায় আছে, আল্লায় যারে দেয় ছাপ্পর ফাইরা দেয়। বর্তমানে দেশের যে অবস্থা তাতে মনে পড়ছে এ কথাটিই। দিন দিন আপনার জন্য স্বস্তির বাতাসই যেন ধেয়ে আসছে। বাংলাদেশের রাজনীতি আজ স্পষ্টতই দুই শিবিরে বিভক্ত। এ সুযোগ আপনি নিতে পারেন অনায়াসেই। অথচ দেশের রাজনৈতিক দলগুলো আপনি এবং আপনার দল আওয়ামী লীগকে ঘৃণার চোখে দেখে। এটা আপনি খুব ভালো করেই জানেন। এই যে ১৬ই জুলাই গোপালগঞ্জে আপনার দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যা দেখালো এনসিপিকে সত্যিই এ সময়ে বিরাট এক সাহসের ব্যাপার। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেখিয়ে দিয়েছে নিষিদ্ধ হলেও তারা মাঠে ময়দানেই আছে। অবস্থা এমন হয়েছে যে, সেখানে ১৪৪ ধারা জারি করেও কোনো সুফল পায়নি প্রশাসন। আচ্ছা আপা, আপনিই বলুন-এ সময়ে এসে আপনার নিজ জেলার লোকজন আপনার জন্য যা করেছে তা চিরদিন মনে রাখার মতো। অবশ্য করবেইবা না কেন? আপনি গোপালগঞ্জের মেয়ে হয়ে গোপালগঞ্জকে যেভাবে সাজিয়েছেন, গোপালগঞ্জের মানুষকে যা দিয়েছেন এর প্রতিদান দিচ্ছে এখন তারা। আপনার ভাগ্যও বটে। তবে, কারও বাড়িতে কোনো মেহমান গেলে তাকে আপ্যায়ন করতে হয়। আপনার দল এ কেমন আপ্যায়ন করলো? যা নিয়ে সারা দেশে ফের আওয়ামী লীগ কাঠগড়ায়। যদিও আগে থেকেই আঁচ করা যাচ্ছিল কিছু একটা হবে। আগের দিন এনসিপি নেতা সারজিস আলম কেন যে পদযাত্রার বদলে মার্চ টু গোপালগঞ্জ লিখলেন তার ফেসবুক অ্যাকাউন্টে তা তিনিই জানেন। এমনটা লেখায় উত্তেজনার পারদ জমতে থাকে। যার বহিঃপ্রকাশ হলো এই হামলা। সংঘর্ষ। হতাহতের ঘটনা। আপা, এখানে দেখি আপনার ডিজাইন ফলো করছে প্রশাসন। কারফিউ দিয়ে ব্যাপক ধরপাকড় করা হয়েছে। আরও কতো কিছু হয় কে জানে? কিন্তু যত কিছুই হোক আপনার দেখা ছাড়া কিছুই করার নেই। এখানেই দুঃখটা আপা। 


সুপ্রিয় আপা, রাজনীতিতে মেঘ কালো অন্ধকার এখন। এতে আপনি খুশিই হবেন এটা হলফ করে বলা যায়। কিন্তু দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু এটা বুঝছে না। এরা যার যার স্বার্থ নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকেই নিজেকে বড় মনে করছে। একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। সভা- সমাবেশে একে অপরের গিবত গাইছে। আপনি পালিয়ে যাওয়ার এক বছরের মাথায় দেশের রাজনীতিতে এমন ঘনঘটা হবে কেউ কল্পনাও করেনি। গত সপ্তাহে পুরনো ঢাকায় সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সারা দেশ ক্ষোভে ফুঁসে উঠে। তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে মিছিল বের হয়। ওই মিছিল থেকে তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেয়া হয়। অবশ্য দিনে দিনে পরিষ্কার হচ্ছে খুনের রহস্য। সোহাগ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। সত্যি বলতে কী এই সোহাগ হত্যাকাণ্ড নিয়েও আরেক রাজনীতির চেষ্টা হয়েছে। কিন্তু, আপা সেটা সাকসেস হয়নি। অর্থাৎ নিখুঁত ছিল না। যাকগে রাজনীতি মানেই হলো রাজার নীতি। আপনারা একেকজন একেকভাবে মেটিকুলাস ডিজাইন করেন। একেকজন একেকভাবে বাস্তবায়ন করেন। সবার লক্ষ্য থাকে ক্ষমতা। এই ক্ষমতাই খেয়েছে সব কিছু। কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ডিজাইন করে। কেউ ক্ষমতা থেকে ক্ষমতাবানদের সরানোর জন্য ডিজাইন করে। আবার ক্ষমতাবানরা আজীবন ক্ষমতা ধরে রাখার ডিজাইন করে। আবার কেউ নিজে ক্ষমতাশালী এটা দেখানোর জন্য ডিজাইন করে। এই ডিজাইন করতে গিয়ে কেউ হঠাৎ ভুল চালে কুপোকাত হয়ে যায়। যেমনটা আপনার বেলায় হয়েছে। আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেন সবার মতামতকে উপেক্ষা করে। এক্ষেত্রে নিখুঁতভাবে আদালতকে ব্যবহার করেন। কিন্তু কই গেল আপনার এই ডিজাইন। ছাত্রদের আন্দোলনে আপনার সব ডিজাইন মিইয়ে যায় হাওয়ায়। আফসোস হয়- এই ডিজাইন না করলে পাঁচ বছর পর পর ক্ষমতায় আসতে পারতেন। আপনাকে দল ও দেশকে লজ্জায় ডুবিয়ে পালাতে হতো না। এখনো যারা নানা ডিজাইন করছে তাদের ভাবা উচিত দেশের স্বার্থ। নিজের স্বার্থকে পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়া উচিত। তা না করে কোনো কোনো দল মনে করছে আমি যা বলি সেটাই করতে হবে। অন্যথায় এটা মানি না। এ গোঁ ধরা তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে- সেটা আপনার পরিণতি দেখেও তারা শিখেনি। এখানেও আপনি সফল। কারণ আপনার দেখানো পথেই হাঁটছে সবাই। 


আপা, আপনাকে জানানোর জন্য বলছি, দেশে যে দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে তা ভালো লক্ষণ নয়। এর রেশ কোথায় গিয়ে পড়ে আল্লাহ মালুম। আরেকটি সুখবর দেই আপনাকে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উঠেছে। কেউ কেউ তো বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচনে যাবেন না। আমি মনে করি এমনটা হলে আপনার জন্য বড় সুখবর। কারণ দেশের ত্রিশ ভাগের বেশি ভোট আপনার দলের। আজ না হউক দশ বছর পর হলেও আওয়ামী লীগ অন্যরূপে নির্বাচনে অংশ নেবে। তখন ত্রিশ ভাগ ভোট যদি আপনার দলের বাক্সে যায় তাহলে ৯০টি আসন আপনার নিশ্চিত। আর আপনার সঙ্গীরাও তো রয়েছেই। সারা দেশে তারা সবাই মিলে পাঁচ পার্সেন্ট ভোট পেলে ১৫টি আসন তাদের। এখানেও আপনি এবং আপনার দল এগিয়ে থাকবে। অন্যদিকে যারা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে তারা সারা দেশে কতো পার্সেন্ট ভোট পাবে নিজেরাই জানে না। একমাত্র জামায়াত ভালো সংখ্যক পার্সেন্টেজ পাবে। আমি ভেবে পাই না যারা সারা দেশে এক-দুই পার্সেন্ট ভোট পাবে তারা কেন পিআর পদ্ধতি নিয়ে লাফাচ্ছে? হ্যাঁ, এক-দুই পার্সেন্ট ভোট পেলে তিন থেকে ছয়টি আসন পাবে। এতটুকুই তাদের লাভ। কিন্তু তারা নিজেদের অজান্তেই আপনার দল আওয়ামী লীগের উপকার করে দিচ্ছে সেটি তারা ভাবছেন না। 


আপা, আপাগো-জাতীয় ঐকমত্য কমিশন প্রায় প্রতিদিনই দলগুলোর সঙ্গে বৈঠক করছে। সেখানেও একেক দলের একেক মত। অন্তর্বর্তী সরকারের এক বছরেও দলগুলো একমতে পৌঁছাতে পারেনি। আর কবে তারা একমতে পৌঁছাবে? না। লক্ষণ বলে একমতে পৌঁছাতে কঠিনই হবে। দলগুলো এখন যে মুখোমুখি অবস্থানে রয়েছে তার পরিণতি কি হয় জানি না। তবে, এতসব সংস্কার একসঙ্গে না করে শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিলে অনেক ভালো হতো। কিন্তু এ ভালোটা কে বুঝাবে বলুন। আপনার শাসনামলে আপনার অনেক ভুল কাজের সমালোচনা করলে আপনি যেমন ছ্যাঁক করে উঠতেন এখনো এমন দল আছে তাদের ভুলের সমালোচনা করলে ছ্যাঁক করে উঠে। এই ছ্যাঁক করে উঠাটাই ফ্যাসিস্টের আলামত। আর ফ্যাসিস্টের পতন কখনোই কেউ ঠেকিয়ে রাখতে পারে না। প্রকৃতিই ফ্যাসিস্টকে শায়েস্তা করে। শুধু অপেক্ষা সময়ের। 


প্রিয় আপা, জামায়াতের মহাসমাবেশ থেকে যে বার্তা দেয়া হয়েছে তা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলবে বলে মনে হয়। এটাতেও আপনার লাভ। এখন সামনে শুধু আপনার লাভ আর লাভ দেখছি। এভাবে অপেক্ষা করুন। দেখবেন একদিন আলোর দিশা পাবেন। আরেকটি কথা না বললেই নয়, আপনার পুত্র জয় চব্বিশের আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সংবলিত আপনার যে ফোনালাপ তাকে ২০১৪ সালের বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তার মানে জয় বুঝাতে চেয়েছে- সে সময় থেকেই আপনি মানুষ মারার লাইসেন্স দিয়ে দিয়েছেন। আচ্ছা আপা এসব বিষয়ে কী জয় চুপ থাকতে পারে না? নাকি সেও আপনার মতো সকল বিষয়ের বিশেষজ্ঞ? যদি আপনার মতো হয়ে থাকে তাহলে অন্যকথা। না হলে, তাকে বলুন সব বিষয়ে কথা না বলতে। এতে হিতে বিপরীত হয়। 


যাকগে আপা, অনেক কথাই বলা হলো। গোপালগঞ্জ থেকে এনসিপির ওপর হামলা, গুলি। পিআর পদ্ধতি, রাজনৈতিক দ্বন্দ্ব। এসবগুলোর পেছনে তাকালে কেন জানি মনে হয় সবকিছু আপনার মনমতো হচ্ছে। সবশেষে বলবো-আপনি ভালো থাকুন সব সময়। আজ এখানেই রাখছি।

মতামত'র অন্যান্য খবর