স ম্পা দ কী য়

কাজল ঘোষ | মতামত
ডিসেম্বর ২৪, ২০২৫
স ম্পা দ কী য়

চিরকালের রাষ্ট্রচিন্তক, গ্রীক পণ্ডিত অ্যারিস্টটলের মতে, মানুষ জন্মগতভাবে রাজনৈতিক জীব এবং রাষ্ট্র মানুষের প্রাকৃতিক প্রয়োজন মেটাতে ও তাদের সদ্‌গুণপূর্ণ জীবনযাপনের জন্য গঠিত হয়, যার চূড়ান্ত লক্ষ্য হলো সকলের কল্যাণ। তিনি মনে করতেন, ভালো সরকার মানে যা শুধু নির্দিষ্ট ব্যক্তির নয়, বরং সমগ্র জনগোষ্ঠীর মঙ্গল সাধন করে। 
 

ছাপান্ন হাজার বর্গমাইলের এদেশে কথাগুলো বলাবলি আছে কিন্তু মাঠে ময়দানে এর প্রতিফলন নেই। আম-মানুষের জীবনে শান্তিরও দেখা নেই। প্রতিষ্ঠানগুলোতে কোনো গণতন্ত্রায়ন নেই। দশকের পর দশক এই আত্মবিশ্লেষণ পেরিয়ে নতুন বাস্তবতায় জাতি। প্রশ্ন থাকে, ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কি ফের উল্টো পথেই হাঁটা শুরু করেছে নাকি উদার গণতান্ত্রিক এক অন্য বাংলাদেশের দিকে যাত্রা করবে? 
 

দেশ জুড়ে একের পর এক মবোক্রেসি, চরম নিরাপত্তাহীনতায় পুরো জাতি, সাম্প্রদায়িক সম্প্রীতির অচলায়তন যখন ভেঙে পড়ছে, নির্বাচন নিয়ে চলছে দ্বিধার রাজনীতি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক যখন তলানিতে তখন প্রয়োজন সিদ্ধান্ত নেয়ার 

মতো দৃঢ়চেতা নেতৃত্ব। রাজনীতির টর্চবিহার হিসেবে দেশে ফিরেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সতের বছর পর সম্ভাবনার নতুন দিগন্ত হয়ে তিনি আসছেন রাজনীতির মাঠে। দেশের গতিহীনতায় তিনি প্রাণ সঞ্চার করবেন, গতি ফেরাবেন- এমনটাই আমাদের প্রত্যাশা।  

 

মতামত'র অন্যান্য খবর